Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাপাহারে রাস্তার ড্রেনের পঁচা দুর্গন্ধ বিপাকে পথচারিরা

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ নওগাঁর সাপাহার উপজেলার সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনে প্রফেসর পাড়া দোয়ানীপাড়া রোডে মোস্তাক আহম্মেদ এর বাসার সামনে রাস্তার সাথে লাগানো অপরিকল্পিত কাঁচা ড্রেনে জমে থাকা বিভিন্ন আর্বজনার পঁচা দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। ড্রেনের পঁচা পানি রাস্তায় উপচে পড়ায় যুক্ত হয়েছে এক নতুন মাত্রা এতে চরম বিপাকে পড়েছে পথচারিরা। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। একাধিক ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা জানান রাস্তায় জমে থাকা পানির উপর দিয়ে রিক্সা-ভ্যান ও মটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় জমে থাকা পানি ছিটকে পথচারিদের শরীরে পরে কাপড় নষ্ট হয়ে যায় এবং বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের যাওয়া-আসা করার সময় এই সমস্যায় বেশি পড়তে হয়। এবিষয়ে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আকবর আলী জানান, ড্রেনটি পাকা করণের জন্য টেন্ডার দেওয়া হয়েছে। আশা রাখি দুই/এক মাসের মধ্যে এই ড্রেন সংস্কার করার কাজ শুরু করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ