Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়াইলে ইউপি সদস্যের ছুরিকাঘাতে যুবক খুন

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

তাড়াইল (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মো. ইসলাম উদ্দিনের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার তেউরিয়া বাজারে।
জানা গেছে, ইউপি সদস্য ইসলাম উদ্দিন নৌ বাহিনীতে চাকরি দেওয়ার নাম করে তেউরিয়া গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে মো. কামরুল ইসলামের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাত করেন। এ নিয়ে ইউপি সদস্যের সাথে কামরুলের বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তেউরিয়া বাজারে নিজ ওষুধের দোকানে বসা অবস্থায় ইসলাম উদ্দিনের সঙ্গে কামরুলের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ইসলাম উদ্দিন ছোরা নিয়ে কামরুলের ওপর হামলা চালান। এ ঘটনা থামাতে একই গ্রামের ফজলু ফকিরের ছেলে আনোয়ার এগিয়ে গেলে তার বুকেও ছুরিকাঘাত করেন ইসলাম উদ্দিন। পরে মুমূর্ষু অবস্থায় আনোয়ারকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের ছোট ভাই আখলাকুল ফকির বাদী হয়ে তাড়াইল থানায় হত্যা মামলা দায়ের করেন।


শোক সংবাদ : আলহাজ বাদশা মিয়া সওদাগর
চট্টগ্রাম ব্যুরো : উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার দাঁতমারা নিশ্চিন্তা গ্রাম নিবাসী প্রবীণ সমাজসেবক আলহাজ বাদশা মিয়া সওদাগর (৯৪) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল (শুক্রবার) সকাল ১১টায় দাঁতমারা পুরনো ঈদগাঁ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা কাজী গোলাফুর রহমান। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লী জানাজায় শরিক হন। তার ইন্তেকালে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ