Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরাধমুক্ত সমাজ গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই -মেঘনা সাতানি আশরাফুল উলুম মাদরাসার মহাসম্মেলনে বক্তারা

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কুমিল্লার মেঘনা উপজেলার সাতানি আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে মাদরাসা ময়দানে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে মাদ্রাসার প্রিন্সিপাল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা আলতাফ হোসাইন সভাপতিত্বের বক্তব্যে বলেছেন, অপরাধমুক্ত সমাজ গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, কুরআনী শিক্ষার অভাবে সমাজে বিদআত ও কুসংস্কার ছড়িয়ে পড়ছে। এতে লাভবান হচ্ছে ধর্মের লেবাসধারী এক শ্রেণীর ভন্ড পীর ও প্রতারক গোষ্ঠী। তারা সাধারণ মুসলমানদের ঈমান হরণ করে রাতারাতি আঙ্গুল ফুঁলে কলা গাছ বনে যাচ্ছে। আর তাদের ফাঁদে পা দিয়ে নষ্ট মুসলমানদেরর মহামূল্যবান ঈমান। তাই গ্রামে গ্রামে কুরআনী মক্তব-মাদরাসা প্রতিষ্ঠার মাধ্যমে ভ্রষ্টতার পথ থেকে মুসলিম জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।
ইসলামী মহাসম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামী ঐকজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মহাসচিব মাওলানা মুফতী ফয়জুল্লাহ, খেলাফতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী, মুফাসসিরে কুরআন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, উজানী মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান, লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস মুফতী সাখাওয়াত হোসাইন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহীসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ। সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী শিক্ষা বঞ্চিতরাই আজ সন্ত্রাস, দুর্নীতি, যৌতুক, সুদ, ঘুষসহ যাবতীয় অনাচার ও বহুমুখী অপরাধের সাথে জড়িয়ে পড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ