Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুরিতে বাধা দেয়ায় ফরিদগঞ্জে গৃহবধূকে শ^াসরোধে হত্যা

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরের ফরিদগঞ্জে চুরি করতে বাঁধা প্রদান করায় মনোয়ারা বেগম (৫৫) নামে এক গৃহবধুকে শ^াস রোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ ফেব্রæয়ারি) সকাল ১২ টায় ঘটনাস্থল থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার দেইচর গ্রামে প্রবাসী ইউনুছ মিয়ার বসতবাড়ীতে এ ঘটনা ঘটে। বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচ এম হারুন বলেন, উপজেলার বালিথুবা পুর্ব ইউনিয়নের দেইচর গ্রামের প্রবাসী ইউনুছ মিয়ার বসত ঘরের কলাপসিবল গেইট ভেঙে সংঘবদ্ধ চোরের দল ঘরে প্রবেশ করে চুরির চেষ্টা করে। এসময় ইউনুছ মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী মনোয়ারা তাদের বাধা প্রদান করলে তাকে শ^াস রোধ করে হত্যা করে ফেলে রেখে যায়। খবর পেয়ে সকালে পুলিশ সুপার শামসুন্নাহার ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। মরদহে উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ