রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলে সোহাগ হোসেন নামের নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার ১৫ ফেব্রæয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চাচুঁড়ী ইউনিয়নের সুমেরুখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোহাগ উপজেলার চাচুঁড়ী ইউনিয়নের সুমেরুখোলা-হাড়িয়ারঘোপ গ্রামের আব্দুল মজিদের ছেলে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ শমসের আলী জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোহাগ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ দুই মাদক ব্যবসায়ীসহ ৩১ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে নড়াইল সদর থানায় ৭ জন, লোহাগড়া থানায় ১০ জন, কালিয়া থানায় ৮ জন এবং নড়াগাতী থানায় ৬ জন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।