Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে লতিফিয়া একাডেমির সংবর্ধনা অনুষ্ঠান

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : মেধাবীদের মূল্যায়ন মূল্যায় ছাড়া দেশ ও জাতিকে এগিয়ে নেয়া সম্ভব নয়। মেধাহীন রাষ্ট্র বা সমাজ কখনো উন্নতি সিঁড়ি বেয়ে উঠতে পারে না। পাশাপাশি আমাদের সচেতন হতে আমাদের তাহযিব তামাদ্দুন তথা সংস্কৃতির প্রতি। কেননা যেভাবে বিজাতীয় সংস্কৃতি আমাদের মধ্যে প্রবেশ করছে তাতে চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে যে, আমাদের ভবিষ্যত প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এক্ষেত্রে ইসলামী শিক্ষা তথা মাদরাসার শিক্ষার বিকল্প নেই।
গতকাল শুক্রবার ওসমানীনগর উপজেলার লতিফিয়া হিফযুল কুরআন একাডেমির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে ‘লতিফিয়া ফুলতলী কমপেক্স ইউ,কে’র চেয়ারম্যান মাওলানা এম এ কাদির আল হাসান উপরোক্ত কথাগুলো বলেন। আল­ামা ফুলতলী ছাহেব কিবলাহ (রাহ.)’র অন্যতম খলিফা হুসাইন আহমদ’র সভাপতিত্বে ও মাদরাসার সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আজাদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব, অধ্যক্ষ মাওঃ এ কে এম মনোওর আলী। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এম এ রব, বিশেষ অতিথিছিলেন, আল ইসলাহ ইউ কে হাইড শাখার সহ সভাপতি হাজী আব্দুল হক, হাইড শাখার সহ সেক্রেটারি কারী খলিল আহমদ রওনক, লন্ডন প্রবাসী মোঃ মোজাহিদ খান, মাওলানা আ ফ ম আব্দুল কাইয়ুম, এডভোকেট শাহিদুর রহমান, বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা লুৎফুর রহমান সিরাজী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান তহুর, সাংবাদিক আবুল কালাম আজাদ, আল ইসলাহ নেতা কাজী মাওলানা মনজুর আহমদ, ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ড বালাগঞ্জ শাখার সভাপতি হাফিজ ফাতির আহমদ, তাজপুর ডিগ্রি কলেজের লেকচারার মোঃ আব্দুর রহিম, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য হাফিজ জুবায়ের আহমদ রাজু, সুলতান আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ সাকির আলী, সিলেট পশ্চিম জেলা তালামীযের প্রচার সম্পাদক হাফিজ সাকির আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা তালামীযের সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ আনোয়ার হুসেন প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ