রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : গফরগাঁও পৌরসভার সামনে ময়মনসিংহ জেলা পরিষদের আওতাধীন অডিটোরিয়ামের দু,তলা ছাদ ঢালাইয়ের সময় সেনটারিং ধসে পড়ে ১জন নিহত ও আনুমানিক ১৫জন আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল ১০টা ৫মিনিট । প্রত্যর্ক্ষদশী মোঃ হাবিবুর রহমান জানান ,সকালে নির্মাণেধীন ছাদ ঢালাইয়ের সময় হঠাৎ করে ভেঙ্গে পড়ে । পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আহতদেরকে গফরগাঁও হাসপাতালে পাঠানো হয় । আহতদের মধ্যে ৫জনকে গফরগাঁও হাসপাতালে ও ১জনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ।গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেডিক্যাল অফিসার ডাঃ আলম আরা বেগম জানান, আহতদেরকে গফরগাঁও হাসপাতালে চিকিৎসা দেয়া চলছে । এদের মধ্যে ঘটনাস্থলে নিহত হয়েছে মোঃ জাহান আলী (৪০)। তার বাড়ি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ছল্লাপুর গ্রামে । আহতরা হলেন ঃ নেত্রকোণার জেলার দুর্গাপুর উপজেলার বেন্নাকান্দা গ্রামের মোঃ নজরুল ইসলাম ও আলমগীর , কৃষ্টপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন , নেত্রকোণা সদর উপজেলার হামিদ , ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার রনসিংহপুর গ্রামের মোঃ নাজিম উদ্দিন ও আজহারুল ,গফরগাঁও উপজেলার চরআলগী গ্রামের কানচন, আজহার ও বিপুল । আহত ও নিহতদের সবাই মেসার্স রতন এন্টারপ্রাইজের আওতাধীন শ্রমিক । গফরগাঁও থানার এস আই মোঃ সাইফুল ইসলাম জানান , শুক্রবার সকাল থেকেই শ্রমিকরা ছাদ ঢালাইয়ের নির্মাণ কাজ করেছিল । এ সময় হঠাৎ করে দু,তলার ছাদের একাংশ ধসে পড়ে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।