Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ১ আহত ১৫

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : গফরগাঁও পৌরসভার সামনে ময়মনসিংহ জেলা পরিষদের আওতাধীন অডিটোরিয়ামের দু,তলা ছাদ ঢালাইয়ের সময় সেনটারিং ধসে পড়ে ১জন নিহত ও আনুমানিক ১৫জন আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল ১০টা ৫মিনিট । প্রত্যর্ক্ষদশী মোঃ হাবিবুর রহমান জানান ,সকালে নির্মাণেধীন ছাদ ঢালাইয়ের সময় হঠাৎ করে ভেঙ্গে পড়ে । পরে স্থানীয় লোকজন উদ্ধার করে আহতদেরকে গফরগাঁও হাসপাতালে পাঠানো হয় । আহতদের মধ্যে ৫জনকে গফরগাঁও হাসপাতালে ও ১জনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ।গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেডিক্যাল অফিসার ডাঃ আলম আরা বেগম জানান, আহতদেরকে গফরগাঁও হাসপাতালে চিকিৎসা দেয়া চলছে । এদের মধ্যে ঘটনাস্থলে নিহত হয়েছে মোঃ জাহান আলী (৪০)। তার বাড়ি নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ছল্লাপুর গ্রামে । আহতরা হলেন ঃ নেত্রকোণার জেলার দুর্গাপুর উপজেলার বেন্নাকান্দা গ্রামের মোঃ নজরুল ইসলাম ও আলমগীর , কৃষ্টপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন , নেত্রকোণা সদর উপজেলার হামিদ , ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার রনসিংহপুর গ্রামের মোঃ নাজিম উদ্দিন ও আজহারুল ,গফরগাঁও উপজেলার চরআলগী গ্রামের কানচন, আজহার ও বিপুল । আহত ও নিহতদের সবাই মেসার্স রতন এন্টারপ্রাইজের আওতাধীন শ্রমিক । গফরগাঁও থানার এস আই মোঃ সাইফুল ইসলাম জানান , শুক্রবার সকাল থেকেই শ্রমিকরা ছাদ ঢালাইয়ের নির্মাণ কাজ করেছিল । এ সময় হঠাৎ করে দু,তলার ছাদের একাংশ ধসে পড়ে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ