রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাদিক মামুন, কুমিল্লা থেকে : বসন্তের নানা রঙে রাঙিয়ে নগরীর অন্যতম নারী শিক্ষা বিদ্যাপীঠ কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষক ও ছাত্রীরা নিজেদের অনন্য সাজে প্রকাশ করেছেন। তার সাথে মনের মাধুরী আর হাতের কারুকাজ মিশ্রিত বর্ণিল পিঠার ঘ্রান ও মিষ্টতায় ছেয়ে গেছে গোটা ক্যাম্পাস। বুধবার ফাগুনের দ্বিতীয় দিন সকালে বসন্ত ও পিঠা উৎসব ঘিরে শিক্ষক ছাত্রীদের অনাবিল আনন্দ, আগ্রহ ভালোবাসায় সিক্ত হয়েছে গোটা আয়োজন।
‘এসো বকুল বিছানো পথে, এসো নব শ্যামল শোভন রথে, পিয়াল ফুলের রেনু মেখে আমার বসন্ত এসো, এসো বন মল্লিকা কুঞ্জে, এসো মৃদু-মধুর মদির হেসে’। এভাবেই শ্যামল বসন্তকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে বরণ করেছে কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষক, ছাত্রী ও অতিথিরা। ছাত্রীদের বাসন্তী সাজে গোটা ক্যাম্পাস বর্ণিল হয়ে উঠে। তারসাথে আবহমান বাংলার চিরায়ত রূপকে তুলে ধরতে আয়োজন করা হয় পিঠা উৎসবের। কলেজ অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূইয়া বলেন, বসন্তের রঙে আজকে ছাত্রী শিক্ষক, কর্মচারি সবাই রাঙিয়েছে। মনের মাধুরি মেশায়ে আমরা এ উৎসব পালন করছি। সাথে পিঠার যে আয়োজন তার সাথে রয়েছে বাঙালির ঐতিহ্যের সম্পর্ক। কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মহসীন ও পরিষদের শিক্ষক নেতৃবৃন্দের সার্বিক তত্ত¡াবধানে ক্যাম্পাসে ১৩টি বিভাগ ও দুইটি হোস্টেলের পক্ষ থেকে পিঠামেলা, পিঠাঘর, পিঠা উৎসব, পিঠাভুকা, পিঠার সাতকাহন, নবান্ন পিঠাঘর, পিঠা সরোবর, বর্ণিল পিঠাঘর, চৌম্বক পিঠাঘর, পিঠামঞ্জুরী, ঐতিহ্য ও অর্কিড পিঠাঘর নামের ১৫টি স্টলে পাটিসাপটা, কোমড়ো, মাছ পিঠা, শাকুক পিঠা, ঝিনুক পিঠা, লবঙ্গ পিঠা, পুলি পিঠা, নকশি পিঠা, বিনি পিঠাসহ নানা গড়নের পিঠার আয়োজন ছিল চোখে পড়ার মতো। বসন্ত সাজে ছাত্রীরা স্টলে পিঠা প্রদর্শন করে গোটা আয়োজনকে উৎসবমুখর ও বর্ণিল করে তোলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।