রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সরকার আদম আলী, নরসিংদী থেকে : মারিয়া নামে ৬ বছরের এক কন্যা শিশু গুপ্তহত্যার শিকার হয়েছে। গুপ্তঘাতকরা তাকে ঘাড় মটকে হত্যা করেছে। গত বুধবার রাতে নরসিংদী শহরের তরোয়া মহল্লায় এ হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নরসিংদী থানা পুলিশ হযরত কাবুল শাহ্ কালেক্টরেট পাবলিক স্কুলের পিছন থেকে মারিয়ার লাশ উদ্ধার করেছে।
মারিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, তার মায়ের নাম আনু বেগম। পিতার নাম নজরুল মিয়া। দীর্ঘ দিন পূর্বে নজরুল মিয়ার সাথে আনু বেগমের বিবাহ বিচ্ছেদ ঘটে। ৪ কন্যা ২ ছেলে নিয়ে আনু বেগম তরোয়ার একটি বস্তিতে বসবাস করে। আর পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। বুধবার সন্ধ্যায় তার মা আনু বেগম পিঠা তৈরী করার সময় মারিয়া বাড়ী থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত সে বাড়ী না ফেরায় তার মা আনু বেগম ও তার অন্যান্য ভাই-বোনেরা তাকে বিভিন্ন জায়াগায় খোঁজাখুজি করে। কোথাও না পেয়ে মাজার মসজিদের মাইক দিয়ে মারিয়ার নিখোঁজ সংবাদ প্রচার করে। এতেও মারিয়ার কোন সন্ধান পাওয়া যায়নি। সারারাত মারিয়ার মা আনু বেগম উৎকণ্ঠিত অবস্থায় রাত কাটায়। সকালে খেলাধূলারত মাজার স্কুলের ছাত্র-ছাত্রীরা মারিয়ার লাশ স্কুলের পিছনে পড়ে থাকতে দেখে তার মাকে খবর দেয়। তার মা আনু বেগম ও অন্যান্য আত্মীয়-স্বজন দৌড়ে ঘটনাস্থলে গিয়ে মারিয়ার লাশ শনাক্ত করে। খবর পেয়ে নরসিংদী থানা পুলিশের এসআই আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে মারিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ জানিয়েছে, মারিয়ার ঘাড় ভাঙা ছিল এবং তার কানে ও বুকে অসভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গুপ্তঘাতকরা তাকে ঘাড় মটকে হত্যা করেছে। তবে হত্যার পূর্বে তার সাথে কোন যৌন আচরণ হয়েছে কি না তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। হত্যাকান্ডের কারণ জানা যায়নি। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন গুপ্তঘাতককে গ্রেফতার করতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।