বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনকিলাব ডেস্ক : ভারতের কেন্দ্রীয় সরকার মানুষকে সর্বস্বান্ত করে দিয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গতকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গে এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় একথা বলেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচির তীব্র সমালোচনা করে মমতা বলেন, ‘এফআরডিআই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এরফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’
তিনি বলেন, ‘দিল্লিতে একটা সরকার আছে তারা বড় বড় কথা বলে। আপনারা জানেন যে, দিল্লি সরকার এফআরডিআই বিল নিয়ে আসছে। সেই বিল প্রত্যাহারের দাবিতে আমি চিঠি লিখেছি। গ্রাম-গঞ্জের মানুষ টাকা রাখছে ব্যাংকে, কিন্তু বলা হচ্ছে, যখন তখন আপনার টাকা ব্যাংক নিয়ে নেবে। আপনার জমানো টাকা আপনি পাবেন না। আমরা দিল্লিতে বিজেপি সরকারকে বলেছি, বড় বড় কথা বলছো, আর গরীব মানুষদের সব টাকা কেটে নিচ্ছো, এটা হতে পারে না। অবিলম্বে ওই বিল প্রত্যাহার করতে হবে।’
মমতা বলেন, ‘জনগণের টাকা হজম করে ফেলা চলবে না। আজ মানুষ শঙ্কিত! কী হয়েছে মুম্বাইতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে? এগারো হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। জনগণের টাকা কে তুলে নিয়েছে? কে খেয়ে নিয়েছে? কার সোনা? কোথা থেকে এল? কোথা থেকে গেল? কারা তা চুরি করে পালিয়ে যাবে? সাধারণ মানুষ কোথায় পাবে? সুতরাং আমরা মনে করি, এর প্রকৃত তদন্ত করে মানুষের টাকা যাতে গচ্ছিত থাকে, মানুষের টাকা মানুষ যাতে পায় তার ব্যবস্থা করতে হবে। নইলে আমরা ছাড়ব না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।