বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে চরাঞ্চলের ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের বেতন-ভাতা স্থগিত করে দিয়েছেন কর্তৃপক্ষ। জানা গেছে, উপজেলার চরাঞ্চলের সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতে বদলী শিক্ষক দিয়ে পাঠদান ও শিক্ষা কার্যক্রম না থাকায় মানসম্মত প্রাথমিক শিক্ষা ভেস্তে যেতে বসায় খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এ নিয়ে উপজেলা শিক্ষা অফিসার দু-দফা তদন্ত করে এর সত্যতা খুঁজে পাওয়ায় ৫টি বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত সকল শিক্ষকের বেতন-ভাতা স্থগিত করে দেন। বিদ্যালয় গুলো হলো বোচাগাড়ি, চরভাটি বুড়াইল, ভাটি বুড়াইল, লাঠশালা ও কুড়িয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। বোচাগাড়ি ভুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক জামাল উদ্দিন ফকির, মুক্তিযোদ্ধা ফজলার রহমান, ইউপি সদস্য তারা মিয়া, জিয়ারুল, দছিমুদ্দিন, বদিয়াসহ অনেকে জানান বিদ্যালয়টিতে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি না থাকায় শিক্ষার্থীর সংখ্যা দিনে দিনে শূণ্যের কোটায় নেমে যাচ্ছে। ফলে ওই এলাকার শত শত কোমল মতি শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ জানান, চরাঞ্চলের শিক্ষারমান গুনগত না হওয়ায় এবং দীর্ঘদিন থেকে শিক্ষকরা সরকারি বিধি লঙ্ঘন করে অনুপস্থিত থাকায় তদন্ত সাপেক্ষে ৫ প্রতিষ্ঠানের শিক্ষকের বেতন ভাতা স্থগিত করা হয়েছে। তিনি আরো জানান চরাঞ্চলের বিদ্যালয়গুলোর শিক্ষকদের কর্মমুখি হওয়ার জন্য তাগাদা দেয়া হয়েছে। এছাড়া উপজেলার প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়মিত পরিদর্শনের জন্য সহকারী শিক্ষা অফিসারদের নিদের্শনাও দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।