বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতাঃ ছাগলনাইয়ায় এক দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাতদের হামলায় এক সউদী প্রবাসী নিহত ও মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গত বুধবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠানগড় গ্রামের বলি ভূঁঞা বাড়িতে এ ঘটনা ঘটে। এঘটনায় ছাগলনাইয়া থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে পশ্চিম পাঠানগড়ের মোঃ আমিনের পুত্র ৬ টি মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী সোহরাব হোসেন (২৮) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পুলিশ, ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ঘটনার দিন রাতে ১০-১২ জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত ওই বাড়ীর ব্যবসায়ী নুরুল হক হিরু মিয়ার (৬০) ঘরের কলাপসিবল গেইট ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের কয়েকজনকে হাত পা, মুখ বেঁধে জিম্মি করে এলোপাতাড়ি হামলা চালায়। এসময় ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা, ৮টি মোবাইল সেটসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় ডাকাত দল।
যুবলীগে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা যুবলীগের দুই গ্রæপে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২টি টিয়ারসেল ও ১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পৌর সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, গতকাল বৃহষ্পতিবার বিকেলে নতুন কমিটির আহŸায়ক আবুল খায়ের সমর্থকরা যুগ্ম আহŸায়ক আব্দুস সালামের নেতেৃত্বে পৌর সদরে একটি মিছিল বের করে। মিছিলটি প্রতিহত করতে সাবেক কমিটির আহŸায়ক মতিউর রহমানের নেতৃত্বে তার সমর্থকরা পাল্টা মিছিল বের করে। এসময় মুক্তিযোদ্ধা মোড় এলাকায় এসে উভয় গ্রæপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টা ব্যাপি সংঘর্ষের ফলে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, দেলুয়ার জাহান মামুন, সুজন, একেএম অমিত উল্লাহ, হিরণ, আব্দুল্লাহ, কামাল। এদের মধ্যে দেলুয়ার জাহান মামুন ও সুজনকে মারাত্মক আহত অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের ফলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২টি টিয়ারসেল ও ১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় পৌর সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যুবলীগের সাবেক আহŸায়ক মতিউর রহমান জানান, বর্তমান যুবলীগ কমিটিতে জামায়াত বিএনপির লোকজন থাকায় আ’লীগের লোকজন তা মানতে পারেনি। তাই এই কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবেই। জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, নতুন কমিটির লোকজন ছবিটি ভাংচুর করে তাদেরকে দোষারূপ করার চেষ্টা করছে।
নব গঠিত কমিটির যুগ্ম আহŸায়ক আব্দুস সালাম জানান, সাবেক কমিটির নেতারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমনের সরকারী বাসভবনে হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ও বেশ কটি মোটরসাইকেল ভাংচুর চালায়। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, কমিটি নিয়ে দু’গ্রæপের সংঘর্ষের কারণে ১২টি টিয়ারসেল ও ১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়া হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে। পৌর সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হেেছ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।