বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা ময়মনসিংহ থেকে: ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন সংসারের একমাত্র অবলম্বন বাবা। সেই থেকে বাড়িতে শোকের মাতম। বোবা কান্নায় স্তব্ধ মেয়ে শরীফা আক্তার। কিন্তু বৃহস্পতিবার সকালেই আবার তাঁর এসএসসি পরীক্ষা।
এ অবস্থায় বাবার লাশ বাড়িতে রেখেই পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে তাকে। হতভাগা শরীফা আক্তার বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌরনীতি পরীক্ষায় অংশ নেয়। তবে বাবার মৃত্যু শোকে বার বার কান্নায় ভেঙে পড়ছিল এ পরীক্ষার্থী। সদর উপজেলার লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আমেনা বেগম চম্পা এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, সদর উপজেলার শম্ভুগঞ্জের সাহেব কাচারি এলাকায় বাসিন্দা শরীফা আক্তার স্থানীয় লেতু মন্ডল উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
তার বাবা বালু শ্রমিক আব্দুর রশিদ (৪০)। গত বুধবার বিকেলে বালু বোঝাই করতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের ধকল শেষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তার নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। বাবা’র মৃত্যুতে শরীফাদের বাড়িতে তখন কান্নার রোল। কিন্তু এসএসসি পরীক্ষা থাকায় বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষা হলে যেতে হয়েছে তাকে। স্থানীয় লেতু মন্ডল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমেনা বেগম চম্পা সকালেই শরীফার বাড়িতে ছুটে আসেন। এবং এ পরীক্ষার্থীকে খাইয়ে হল অবধি নিয়ে যান। এ বিষয়ে শিক্ষক আমেনা বেগম চম্পা ইনকিলাবকে বলেন, পরীক্ষার হলে শরীফার কান্না দেখে অন্য পরীক্ষার্থীরাও অঝোরে কেঁদেছে। আমি মেয়েটিকে সাহস দিয়েছি। ওকে বলেছি, এ পরীক্ষা জীবনেরও কঠিন এক পরীক্ষা। তিনি জানান, স্থানীয় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রসচিব শামছুল আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ শরীফার পরীক্ষার খোঁজ খবর নেন এবং তাকে শান্তনা দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।