Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকশীতে বার্ষিক ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল শুরু শনিবার বাদ ফজর আখেরি মোনাজাত

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


পাবনা জেলা সংবাদদাতা : পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে ফুরফুরা সিলসিলার বার্ষিক ইছালে সওয়াব এবং ওয়াজ মাহফিল গত বুধবার থেকে শুরু হয়েছে। আগামীকাল শনিবার বাদ ফজর আখেরী মোনাজাত হবে। বার্ষিক ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল পরিচালনা করবেন, ফুরফুরা শরীফের পীর মাওলানা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কোরাইশী। এই মাহফিলে ওয়াজ করবেন, ফুরফুরা শরীফের মেজ হুজুর হযরত মাওলানা আবু ইব্রাহিম মোহাম্মাদ ওবায়দুল্লাহ সিদ্দিকী আল-কোরাইশী, সেজ হুজুর হযরত মাওলানা আবু তাহের মোহাম্মদ মতিউল্লা সিদ্দিকী এবং ছোট হুজুর হযরত মাওলানা আবু বকর মোহাম্মদ আব্দুল্লাহ সিদ্দিকী আল-কোরাইশী। এ ছাড়ও স্থানীয় আলেমগণ ওয়াজ করবেন। এই মাহফিলে বিভিন্ন দেশ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীরা ইতোমধ্যেই মাহফিল প্রাঙ্গণে সমবেত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ