Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহŸান লেবার পার্টির

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়ার আহŸান জানিয়েছেন লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনৈতিক কারণে সাজা দিয়েছে আদালত। বর্তমান সরকার আদালতের ঘাড়ে বন্ধুক রেখে বিরোধী শক্তিকে নির্মূল অভিযানে নেমেছে। ২০ দলীয় জোট নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি চায়। তাই জোটের সকল কর্মসুচীতে জেলা, মহানগর ও উপজেলা লেবার পার্টির কমিটি সক্রিয় ভাবে অংশ নেবে। গতকাল (বৃহস্পতিবার) বিকাল ৪টায় লেবার পার্টির নয়াপল্টনস্থ কার্যালয়ে যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় এসময় উপস্থিত ছিলেন, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক রহমান, মোঃ আমিনুল ইসলাম, ঢাকা উত্তর সভাপতি এস এম ইউসুফ আলী, ঢাকা দক্ষিণ আহবায়ক মাওলানা আনোয়ার হোসাইন, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমাউন কবীর প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ