বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ থেরাপি এবং রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন, ২০১৭ প্রণয়ন প্রক্রিয়া স্থগিত করা দাবি জানিয়েছে ‘বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন’ বিভাগের চিকিৎসকরা। সংগঠনটির নেতারা বলছেন, এ আইনের অনেক বিষয়ে অসঙ্গতি রয়েছে এবং পূর্ববর্তী আইনের সাথে এটা সাংঘর্ষিক। এক্ষেত্রে পেশাজীবীদের রেগুলেশনের জন্য বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থা ও পূর্ববর্তী আইনসমূহের সাথে সংগতিপূর্ণ। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বাংলাদেশ এলাইড হেলথ প্রফেশনাল’স কাউন্সিল গঠন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. মো. শাহাদাত হোসাইন তার বক্তব্যে এ দাবির কথা জানান।
তিনি বলেন, ‘চিকিৎসা-সংক্রান্ত আইন সমাজকল্যাণ মন্ত্রণালয় কিভাবে করল, তা আমরা বুঝতে পারছি না। এমনকি ফিজিওথেরাপি চিকিৎসকদের সঙ্গে আইনের খসড়া নিয়ে কোন আলোচনাও হয়নি। তাছাড়া খসড়ায় গুরুত্বত্বপূর্ণ কিছু শব্দের অস্পষ্টতা আছে। যেমন চিকিৎসাবিজ্ঞানে থেরাপি বলতে অনেক চিকিৎসা ব্যবস্থাকে বোঝায়। কিন্তু এই আইনে না বুঝেই সেটিকে থেরাপি শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে।
অন্যান্য চিকিৎসকরা আরও বলেন, ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা চিকিৎসাবিজ্ঞানের একটি অবিচ্ছেদ্য অংশ। তাই এ বিষয়ে কোনো কাউন্সিল হলে তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনেই হওয়া উচিত। এমনকি চিকিৎসকদের জন্য বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), নার্সদের জন্য বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, ফার্মাসিস্টদের জন্য বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আছে। এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। তাছাড়া ভারতসহ বিশ্বের বেশির ভাগ দেশে এই কর্তৃপক্ষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। তাই এ কাউন্সিলটিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন হওয়া উচিত। পাশাপাশি প্রস্তাবিত কাউন্সিলের কাজের পরিধি নিয়েও আপত্তি রয়েছে তাদের। তাই এ আইনটি চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করার আহŸান জানান তারা।
সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি প্রফেসর শামসুন নাহার, প্রফেসর সোহেলী রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. মশিউর রহমান খসরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. এম এ শাকুর, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. খুরশীদ মাহমুদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।