বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার ব্যুরো : কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ট্যুরিস্ট পুলিশে একটি দল লাশটি উদ্ধার করেন। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, সৈকতে বিচরণ করা পর্যটকেরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বেনাপোলে ৬৪ লাখ টাকাসহ ব্যবসায়ী আটক
বেনাপোল অফিস : বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে বাবু মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি; যাকে হুন্ডি ব্যবসায়ী বলা হচ্ছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশি ৬৪ লাখ টাকা। আটক বাবু মিয়া বেনাপোলের সর্বাংহুদা গ্রাামের মৃত রমজান আলীর ছেলে। গত বুধবার রাত দশটায় দিকে তাকে আটক করা হয়। ৪৯ বিজিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানিয়েছে, বুধবার রাতে রঘুনাথপুর সীমান্তের মাঠের মধ্য দিয়ে বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে কয়েকজন হুন্ডি ব্যবসায়ী বাংলাদেশে ঢুকবে বলে খবর ছিল বিজিবির কাছে। রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার মামুনার রশিদ ফোর্স নিয়ে সীমান্তের ১৯ এর ৬ এস পিলারের পাশে গোপনে অবস্থান নেন। এ সময় কয়েক হুন্ডি ব্যবসায়ী ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গে ধাওয়া করা হয়। তখন বাবুকে একটি ব্যাগসহ আটক করা হয়। তবে তার সঙ্গীরা পালিয়ে যায়। বাবুকে আটক করে ক্যাম্পে নিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৬৪ লাখ বাংলাদেশি টাকা পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।