বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, পানি, পয়ঃনিস্কাশন, হাইজিন ও শিশু সুরক্ষা ইত্যাদি সেবা প্রদানের উদ্দেশে ইউনিসেফ বাংলাদেশ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে ‘বেসিক সার্ভিসেস ফর চিলড্রেন ইন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন নামক একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পটি প্রাথমিভাবে ডিএসসিসি’র অঞ্চল ৪ এর এলাকায় বাস্তবায়ন করা হবে। গতকাল বৃহস্পতিবার ডিএসসিসি’র নগর ভবনে এ প্রকল্প বাস্তবায়নের উদ্দেশে ইউনিসেফ বাংলাদেশ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল ও ইউনিসেফের পক্ষে ইউনিসেফ বাংলাদেশের প্রধান এডওয়ার্ড বেগবেডার এমওইউতে স্বাক্ষর করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে ইনকিলাবকে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞিপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রায় সাড়ে নয় কোটি টাকা ব্যয়ে তিন বছর ২০১৮-২০) মেয়াদী প্রকল্পটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত¡াবধানে পরিচালিত হবে। এ প্রকল্পের অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যান্য অঞ্চলসমূহে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিসেফ কর্মকর্তাগণ জানান, এই উদ্যোগের আওতায় শূন্য থেকে ১৮ বছর বয়সি ১ লাখ দরিদ্র শিশু ও তাদের পরিবারের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, শিশু সুরক্ষা, পানি ও স্যানিটেশনের মতো মৌলিক সেবার পরিধি বাড়ানো হবে।
চুক্তি সই অনুষ্ঠানে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেগবেদার বলেন, শহরের শিশুদের জীবনে টেকসই পরিবর্তন আনার জন্য শহরের উন্নয়ন ও সেবা সম্প্রসারণে ইউনিসেফ বাংলাদেশ সরকারকে সহায়তা দেয়। উন্নয়নবঞ্চিত ৩ লাখ শহরের শিশুকে লক্ষ্য করে এই প্রকল্পগুলো ইতোমধ্যে পাঁচ সিটি কর্পোরেশনে (ঢাকা উত্তর, গাজীপুর, বরিশাল, সিলেট ও খুলনা) পরীক্ষামূলকভাবে পরিচালিত হয়েছে। ষষ্ঠ সিটি কর্পোরেশন হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে এই অংশীদারিত্ব গড়ে তোলা হলো। এই অংশীদারিত্বের প্রাথমিক পর্যায়ে ডিএসসিসির জোন-৪ শহরের দরিদ্র কমিউনিটির জন্য পরীক্ষামূলকভাবে সামাজিক সেবাসমূহের প্যাকেজ চালু ও বাস্তবায়নের কৌশল ঠিক করবে। এটা মৌলিক সেবা প্রাপ্তির সুযোগ বাড়ানোর মাধ্যমে শিশু ও তাদের পরিবারের অধিকারের বিষয়টি অনুধাবনে সিটি কর্পোরেশনগুলোর জন্য টেকসই একটি মডেল গড়ে তুলবে। বৈশ্বিকভাবে শহরে বসবাসরত জনসংখ্যার অনুপাত বাড়ছে এবং এই হার বাংলাদেশে অনেক বেশি। বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা-২০১৪ অনুযায়ী, ২০৩০ সালে ঢাকা হবে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মেগাসিটি এবং বাংলাদেশে শহরে বসবাস করা জনসংখ্যা যা বর্তমানে ৫ কোটি ৩০ লাখ, তা বেড়ে ২০৫০ সালে ১১ কোটি ২০ লাখে পৌঁছাবে।
নির্বাচিত দরিদ্র জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত ১০ লাখ শিশুকে সুবিধা প্রদানে ২০২০ সালের মধ্যে মোট ১১টি সিটি কর্পোরেশনকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে। সরকার যাতে এই কর্মসূচিকে আরো জোরদার করতে পারে সেজন্য সেবা প্রদানের মডেলও সহজলভ্য করা হবে।
রাজধানীতে ডিএসসিসি কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খান মোহাম্মদ বিলাল ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেগবেদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক ও বার্ষিক কর্মপরিকল্পনায় সই করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।