Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আউলিয়া কেরামদের মাধ্যমেই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে -পীর সাহেব সোনাকান্দা

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী শাহ সুফী আলহাজ্ব হযরত মৌলভী মোঃ আব্দুল কাদির পীর সাহেব (রহঃ) এর প্রতিষ্ঠিত নূর মোহাম্মদপুর দারুল ইসলাম রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার বার্ষিক সভা ও নূর মোহাম্মদপুর দরবার শরীফের ৪৮তম ইসালে সাওয়াব মাহফিল গত ১লা ফাল্গুন ১৩ ফেব্রুয়ারি বাদ আছর হতে রাত ব্যাপী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে পীরে তরীক্বত মোহাদ্দিস আল্লামা অধ্যক্ষ আবু তাহের মোহাম্মদ সালেহ উদ্দিন পীর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত। এতে শুভাগমন করেন সোনাকান্দা দরবার শরীফের বর্তমান গদীনিশীন পীর ছাহেব আল্লামা মাহমুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বয়ান করেন মৌকারা দরবার শরীফের পীর সাহেব শাহ মুহাম্মদ নেছার উদ্দিন ওয়ালিউল্লাহী। প্রধান আকর্ষন ফান্দাউক দরবার শরীফের গদীনিশীন আলহাজ্ব মাওলানা শাহসুফী সৈয়দ সালেহ আহমদ মামুন আল হোসাইনী পীর সাহেব। প্রধান বক্তা হিসাবে বয়ান করেন আলহাজ্ব মাওলানা হাফেজ ওয়ালী উল্লাহ আশেকী সাহেব (ঢাকা)। প্রধান ওয়ায়েজ আলহাজ্ব মাওলানা মোঃ আনোয়ার হুসাইন ছালেহী সাহেব (ঢাকা), পীরজাদা শাহ্ আবু আব্দিল্লাহ মোহাম্মদ খালেদ ও ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, নূর মোহাম্মদপুর ফাজিল মাদ্রাসা। মাহফিলের রাত ৯টা বাজার সাথে সাথেই মাদ্রাসা ময়দান জনসমুদ্রে পরিণত হয়। পীর সাহেব সোনাকান্দা মাহমুদুর রহমান বলেন, আউলিয়ায়ে কেরামদের মাধ্যমেই দেশে সঠিক ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। তাই সকল দ্বীনদার মুসলমানদেরকে আউলিয়ায়ে কেরামগণের ছহবত নিতে সঠিক পীরদের অনুসরণ করার আহŸান জানান। গতকাল ফজর বাদ পীরে তরীক্বত মোহাদ্দিস আল্লামা অধ্যক্ষ আবু তাহের মোহাম্মদ সালেহ উদ্দিন পীর সাহেব দেশ, জাতি ও ইহকালীন শান্তি ও পরকালীন মানব জাতির মুক্তির জন্য মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ