রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ল²ীপুর সংবাদদাতা : ল²ীপুরে খিলবাইচা এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক শাহ মনির পলাশ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আবু ইউছুফের স্ত্রী ফয়েজুন নেছাকে আটক করে পুলিশ। নিহত শাহ মনির পলাশ দৈনিকরুপবানী পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সে সদর উপজেলার খিলবাইছা গ্রামের মনির হোসেনের ছেলে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বিক্ষোভ করে স্থানীয় এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে সাংবাদিক পলাশদের বাগানের গাছ কেটে নেওয়ার চেষ্টা করে তার দুই জেঠাতো ভাই আবু ইউছুফ ও আবু ছায়েদ। বাধা দিলে পলাশের বাবাকে তারা ইট নিক্ষেপ করে। এতে পলাশের বৃদ্ধ বাবা আহত হয়ে মাটিতে পড়ে যায়। এসময় বাবাকে উদ্ধার করতে গেলে তার ওই দুই জেঠাতো ভাই পলাশকে রড দিয়ে মাথায় ও বুকে আঘাত করে। এতে গুরুতর আহত হয় পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে পলাশকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল নেয়া হয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার তার মৃত্যু হয়।
ল²ীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে পলাশকে পিটিয়ে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থাতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। জড়িতের আটকের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।