Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পায়ে লোহার শিকল ! পুড়ে মারা গেলেন প্রতিবন্ধী নারী

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মানসিক প্রতিবন্ধী। তাই তাকে শিকলে বেঁধে রাখা হয়। এ অবস্থায় ঘরে আগুন ধরে যায়। পায়ে লোহার শিকল পড়া অবস্থায় দগ্ধ হন ওই নারী। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গতকাল (বুধবার) দুপুরে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায়। নিহতের নাম শামসুন্নাহার (৩০)। তিনি ওই এলাকার পল্টন বাড়ির মরহুম আবদুস সামাদের মেয়ে।
আগ্রাবাদ ফায়ার সাভির্সের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, বেলা ১টায় ওই বাড়িতে রান্নার চুলা থেকে আগুন লাগে। মুহূর্তে আগুন কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। তবে মানসিক প্রতিবন্ধী ওই নারীর পায়ে শিকল থাকায় বের হতে পারেননি। ঘরে খুঁটির সাথে শিকল দিয়ে বাঁধা অবস্থায় থাকা শামসুন্নাহার আগুনে দগ্ধ হয়ে মারা যান। ফায়ার সাভির্সের চারটি গাড়ি বেলা ২টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। আগুনে চারটি কাঁচা ঘর পুড়ে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ