বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : মাদকাসক্ত দুই পুত্রের অত্যাচার নির্যাতন সইতে না পেরে বাধ্য হয়ে দুই পুত্রকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা। শাওন (২৪) ও স্বপন (২০) নামে এই দুই পুত্রের বাবা মহর আলীর অভিযোগের ভিত্তিতে পুলিশ গত মঙ্গলবার রাত ১০টায় পৌরসভার খরাবর এলাকার বাসা থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের দুজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন এ কারাদ- প্রদান করেন।
মাদকাসক্ত দুই পুত্রের বাবা মহর আলী বলেন, আমার দু’ছেলেও মাদকাসক্ত। তাদেরকে নেশা থেকে ফিরিয়ে আনতে বহু চেষ্টা করেছি। মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসা করিয়েছি, কিন্তু এপথ থেকে ফিরাতে পারিনি। গত মঙ্গলবার রাতে দুইবার টাকা দেয়ার পরও আবার টাকা চাইলে আমি মানা করি তখন দুজনেই আমাকে মারতে উদ্যত হয় । পরে আমি নিজে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সে আরো জানায় নেশার জন্য টাকা না দিলেই আমার উপর নির্যাতন নেমে আসত । ৫/৬ মাস আগেও বড়ছেলে শাওনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মসের দ- দেয়া হিেছল। জামিন পেয়ে বাড়িতে এসে আরো বেপরোয়া হয়ে ওঠেছে সে। ছেলেদের ভয়ে আমাকে দোকানেই রাত যাপন করতে হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।