Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে ছাত্র ও যুবদলের ২ নেতা গ্রেফতার

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : ছাত্রদল বরিশাল মহানগর আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন ও যুবদল সহ সভাপতি কামরুল ইসলাম রতনকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসায় বাসায় অভিযান অব্যাহত রয়েছে বলে নেতৃবৃন্দ দাবী করেছেন। এদিকে বেগম জিয়ার মুক্তি কামনায় গতকাল (বুধবার) রোজা রাখার কর্মসূচী পালন করে বরিশালের বিএনপি নেতাকর্মীরা। বরিশাল টাউন হল সংলগ্ন বিএনপি কার্যালয় চত্বরে অবস্থান কর্র্মসূচী পালনশেষে বাড়ি ফেরার পথে পুলিশ ছাত্রদল আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমনকে গ্রেফতার করে। এছাড়া সোমবার বিকাল সাড়ে ৫ টায় ব্রাউন কম্পাউন্ড মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয় মহানগর যুবদল সহ সভাপতি ও ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান রতনকে। কোতোয়ালী মডেল থানার ওসি মো. আওলাদ হোসেন জানান, পূর্বের দায়েরকৃত নাশকতার মামলায় খন্দকার লিমন ও রতনকে গ্রেফতার করা হয়েছে। মহানগর বিএনপির সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার সাংবাদিকদের জানান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার আগে থেকেই বরিশালে পুলিশ ধরপাকর শুরু করেছে। প্রতি রাতেই পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাসায় অভিযান চালাচ্ছে। এদিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী বিএনপি কার্যালয় চত্বরে অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, দক্ষিণ জেলা সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তর জেলার সভাপতি মেজবাহউদ্দিন ফরাহদ, মহানগর সম্পাদক জিয়াউদ্দিন সিকদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান ধর্মঘট কর্মসূচীতে অংশগ্রহন করেন। অবস্থান ধর্মঘট কর্মসূচী থেকে যুগ্ম মহাসচিব সরোয়ার গতকাল রোজা পালনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ