বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা ভোগী নির্বাচন ও ভাতা প্রদানে বিশৃংখলার এড়াতে সরকার সুবিধাভোগী নির্বাচন ও ভাতা প্রদান কার্যক্রম ডিজিটালাইজড করার উদ্যোগ হাতে নিয়েছে। এরই অংশ হিসাবে গতকাল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে অর্থ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, অতিরিক্ত সচিব মিজানুর রহমান, অতিরিক্ত সচিব লায়লা জেসমিন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজিজুল আলম এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব জাকির হোসেনের নেতৃত্বে একটি এমআইএস টিম। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন রকমের সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন করছে। মাতৃত্বকালীন ভাতা তার মধ্যে অন্যতম। অর্থ মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং পাবলিক ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট ফর সোস্যাল প্রোটেকশন (এসপিএফএমএসপি) প্রকল্পের মাধ্যমে দেশের ৭ উপজেলায় পরীক্ষামূলক ভাবে ডিজিটাল পদ্ধতিতে মাতৃত্বকালীন ভাতা বিতরন করা হবে। এই পদ্ধতিতের ইলেকট্রনিক ট্রন্সফারের মাধ্যমে সরাসরি সুবিধা ভোগীর কাছে ভাতা চলে যাবে। এ ক্ষেত্রে সুবিধাভোগী কোন রকমের হয়রানীর শিকার হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।