পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারা মুক্তির জন্য মধ্যপ্রাচ্যের দেশে দেশে দুই দিনের রোজা রাখার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপির সৌদি আরব শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তির জন্য আগামীকাল বৃহস্পতিবার ও পরের দিন শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা রাখার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’
এসব দেশে অবস্থানরত সর্বস্তরের নেতাকর্মীদের উল্লিখিত দুই দিন রোজা রাখারও অনুরোধ জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।