Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় নাশকতার পরিকল্পনা ছিল জেএমবির র‌্যাব

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : ঢাকায় আবারও নাশকতার পরিকল্পনা করেছিল জেএমবি। আর এ জন্য বেছে নেয়া হয়েছিল ঢাকার বাইরের আঞ্চলিক সদস্যদের। পরিকল্পনা বাস্তবায়নে তেজগাঁও এলাকায় অবস্থান নেয় ছয় থেকে সাতজন জেএমবি সদস্য। তবে র‌্যাবের তৎপরতায় তা ভেস্তে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-২ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আনোয়ারুজ্জামান। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় হামলার উদ্দেশে ঢাকায় আসা জিএমবির দুই সদস্যকে গত রাতে গ্রেফতার করেছে র‌্যাব। তবে এ সময় বাকিরা পালিয়ে যায়। র‌্যাব-২সিও আরো বলেন, ১২ ফেব্রুয়ারি ( সোমবার) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সোনালী ব্যাংক মোড় থেকে জেএমবি সদস্য মো. নুরুজ্জামান লাবু (৩৯) ও নাজমুল ইসলাম শাওনকে (২৬) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, জঙ্গিবাদী বই, ৭২৪ ইউএস ডলার এবং অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জেএমবির সদস্য বলে স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদের তথ্য উল্লেখ করে তিনি বলেন, নুরুজ্জামান বাসের-ট্রাকের হেলপার ও লন্ড্রি দোকানে কাজ করতেন। আবার কখনও রিকশা বা দিনমজুর হিসিবেও কাজ করতেন তিনি। মাদরাসায় ভর্তি হলেও পড়ালেখা শেষ করেননি। ২০১৫ সালে সাইফ ওরফে রুবেল ওরফে রবিন ও সাগর ওরফে মারুফ ওরফে শিহাবের মাধ্যমে ধর্মীয় উগ্রবাদীতায় উদ্বুদ্ধ হন তিনি। তিনি বলেন, গ্রেফতার নাজমুল পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। ২০১৫ সালে তার মধ্যে উগ্রবাদী ধর্মীয় মতাদর্শের প্রতি আসক্তি সৃষ্টি হয়। ২০১৫ সালের মার্চে আবু আব্দুল্লাহ নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয়ে জেএমবিতে সম্পৃক্ত হন। একই বছর আব্দুল্লাহর মাধ্যমে জেএমবির সুলায়মান ওরফে আজাহারের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তিনি সুলায়মানের কথামত উগ্রবাদী মতাদর্শ প্রচার শুরু করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ