বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা বিএনপি অবস্থান কর্মসূচী পালন করেছে। নরসিংদী জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচীতে নেতৃত্ব দিয়েছেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহ-সভাপতি ও সাবেক এমপি রোকেয়া আহমেদ লাকী, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, সহ-সভাপতি এড. আব্দুল বাছেদ ভূঁইয়া, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবু সালেহ চৌধুরী, জেলা ছাত্র দলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দর রউফ ফকির রনি প্রমুখ। অবস্থান কর্মসূচীতে বক্তৃতাকালে বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচে জনপ্রিয় প্রধানমন্ত্রী। তিনি দেশের কোন নির্বাচনে পরাজিত হননি। দেশের বেশীরভাগ মানুষ তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। বর্তমান প্রজন্মও তাকে মা হিসেবে মানে। মাকে জেলে নিলে সন্তানেরা যেমন কষ্ট পায়, তেমনি বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে কারাগারে নিক্ষেপের কারণে দেশের বেশীরভাগ মানুষ আজ ব্যথিত, ক্ষুদ্ধ। তারা খালেদা জিয়ার মুক্তি চায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।