Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে ইসলামের বিজয় দূরে নয় -আল্লামা সোলতান যাওক নদবী

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কক্সবাজার ব্যুরো: কক্সবাজার শহরতলীর ইমাম মুসলিম ইসলামিক সেন্টারের বার্ষিক মাহফিলে দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত আরবী সাহিত্যিক আল্লামা সোলতান যাওক নদবী বলেন, বিশ্বব্যাপী মুসলমানদের উপর আজ অত্যাচার চলছে। অত্যাচার যতই আসুক ইসলামের বিজয় কিন্তু ততই সন্নিকটে। বাংলাদেশেও ইসলামের বিজয় দূরে নয়। তিনি ওই মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বাতিলের মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
ড. আ ফ ম খালেদ হোছাইন বলেন, দেশে মাদরাসা শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। তিন প্রজন্ম পর্যন্ত দেশে মাদরাসা শিক্ষা না থাকলে গোটা দেশ নাস্তক্যবাদে ভরে যাবে। সন্ত্রাসী, জঙ্গীবাদী ও মাদক ব্যবসায়ীদের কেউই মাদরাসা ছাত্র নয়। তাই দেশের উন্নয়ন অগ্রগতিতে মাদরাসা শিক্ষারপ্রভাব অপরিসীম।গতকাল কক্সবাজার শহরতলীর ইমাম মুসলিম ইসলামিক সেন্টারের বার্ষিক মাহফিলে ড.খালেদপ্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বাতিলরা এখন কিছু ভন্ত আলেমদের ক্রয় করে মুসলিম সমাজে বিবেধ সৃষ্টির চেষ্টা করছে। এদের ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান। প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা ফুরকান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে ড.খালেদ নলেন, বাংলাদেশের সমাজে মাদরাসা শিক্ষার এইপ্রভাব আজ নাসস্তক্ষবাদীরা সইতে পারছে না। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় নাস্তিক্ষ্যবাদে ভরে গেছে। মাদরা শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে সফলতা দেখে তাদের গা জ্বালা করে। ইসলামী শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাসিত। অথচ এই বিশ্ববিদ্যালয়প্রতিষ্ঠার সময় সিলেবাসে ইসলামী শিক্ষা ছিল। সেই বিদ্যাপীটে আজ ইসলামী শিক্ষার উপর পড়ালেখার সযোগ নেই। এই অবস্তার পরিবর্তন ঘটাতে হবে। মাহফিলে আরো বক্তব্য রাখেনপ্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা ওবাইদুল্লাহ হামজা, মাওলানা আব্দু জলিল কাউকব, মাওলানা হমায়ুন কবির খালবী ও মাওলানা সৈয়দ আলম আরমানী। এইপ্রতিষ্ঠানেরপ্রতিষ্ঠাতা
প্রখ্যাত আলেমে দীন হাফেজ সালাহুল ইসলাম মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ