বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : ঋতুরাজ বসন্তের প্রথম দিনে পহেলা ফাল্গুন নতুন সাজে মুখরিত ছিল প্রকৃতি। শীতের তীব্রতা কাটিয়ে নতুন পাতায় সতেজ হয়ে উঠে রুক্ষ প্রকৃতি। ফাগুনের ঝিরঝির বাতাসে কোকিলের মিষ্টি কলতানে উন্মাতাল ছিল প্রকৃতি। ফুলেল বসন্তে আনন্দ-উচ্ছ¡াসে মনপ্রাণ ভরিয়ে তোলে প্রকৃতি প্রেমীদের। গতকাল (মঙ্গলবার) চেরাগী পাহাড়, মোমিন রোডসহ মহানগরীর ফুলের দোকানগুলোতে সকাল থেকে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী নর-নারীর উপচেপড়া ভিড় ছিল। অন্যান্য দিনের তুলনায় ফুলের দোকানগুলোতে লাখ লাখ টাকার ফুল বিক্রি হয়েছে। বসন্ত শুধু প্রকৃতিকে রঙিন করেনি। আবহমান কাল থেকে বাঙালি তরুণ-তরুণীর প্রাণও রঙিন করেছে। তারা খোঁপায় ফুলের মালা গুঁজে রঙিন শাড়ি পরে আর তরুণরা পাঞ্জাবি-পায়জামা বা ফতুয়া পরে উচ্ছ¡াস প্রকাশ করে। গতকাল ঋতুরাজ বসন্তকে ঘিরে উৎসবে মেতে উঠে নগরবাসী। বিভিন্ন সংগঠন এদিনকে ঘিরে আয়োজন করে নানা অনুষ্ঠানের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।