Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শাবির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

শাবি রিপোর্টার: সাফল্যের ২৭বছর পেরিয়ে ২৮শে পদার্পণ করলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের ২৭তম প্রতিষ্টাবার্ষিকী। জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্টাবার্ষিকী পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয়। পরে মুক্তমঞ্চের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এছাড়া বসন্তের প্রথম দিন ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্টাবার্ষিকীতে বিভিন্ন বিভাগ, সাংষ্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. রাশেদ তালুকদার সহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ