রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা: নেছারাবাদে উপজেলার দক্ষিণ সোহাগদল গ্রামে এক অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ফাতেমা বেগম (৮০) নামে এক বাক প্রতিবন্ধী বৃদ্ধার মর্মান্তি মৃত্যুসহ ২টি বসত ঘর ভষ্মীভুত হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারনা করেছে উপজেলা ফায়ার সার্ভিস। জানা যায়, ঐদিন রাতে মো.ছত্তার ক্বারীর ঘরে আগুন দেখে পাশের ঘরের লোকজন ডাক চিৎকার দেয়। এলাকাবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়। তাড়াহুড়া করে ঘরের মধ্যে থাকা সবাই বের হতেই ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পড়ায় ছত্তার ও তার ভাই রহিমের বসত ঘর আসবাবপত্রসহ পুড়ে যায়। এ সময় ছাত্তারের ঘরে থাকা তার শাশুড়ি বাক প্রতিবন্ধী বৃদ্ধা ফাতেমা বেগম বের হতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে করুন মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ফাতেমার শরীরের বেশিরভাগ পুড়ে ভস্ম হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান ২০ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্থ সুত্রে জানাগেছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা সন্ধ্যা নদী পার হয়ে ঘটনাস্থলে আসতেই এলাকাবাসি প্রায় ১ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। নিহত ফাতেমা উপজেলার দৈহারী ইউনিয়নের চিলতলা গ্রামের সৈয়দ আলী শেখের স্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।