Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগঞ্জে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্র সচিব ও হল সুপারের পদত্যাগ

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

ল²ীপুর জেলা সংবাদদাতা: রামগঞ্জ উপজেলাস্থ নাগমুদ বাজার কে আই ফাজিল মাদরাসায় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময় গত শনিবার গনিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে উক্ত কেন্দ্রের দায়িত্ব পালনরত কেন্দ্র সচিব মাওঃ মোঃ মাহবুবুর রহমান ও হল সুপার মাওঃ রহমত উল্যা সোমবার ১২ ফেব্রæয়ারী বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেচ্ছায় নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করে পদত্যাগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউছুফের নিকট জমা দেন।
সূত্র জানায়, নাগমুদ বাজার কে আই ফাজিল মাদরাসা কেন্দ্রে শনিবার অংক বিষয়ে পরীক্ষা চলাকালীন সময় প্রশ্নপত্র ফাঁস হয়েছে মর্মে জনৈক মনির হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূঁইয়ান নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভিন্ন ভিন্ন সময়ে তিন দফা বৈঠক হয়।
অবশেষে সোমবার দুপুরে নির্বাহী অফিসারের কার্যালয়ে বৈঠক চলাকালীন সময় কেন্দ্র সচিব আশারকোটা আল-আমিন মাদ্রাসা সুপার মাওঃ মোঃ মাহবুবুর রহমান এবং হল সুপার করপাড়া নুরে মদিনা দাখিল মাদ্রাসা সুপার মাওঃ রহমত উল্যা স্বেচ্ছায় স্ব-পদ থেকে পদত্যাগ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ