Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪ মাস পর ট্রাক চালক গ্রেফতার

তিন নারী পথচারী নিহতের ঘটনা

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ১৪ মাস আগে রাজধানীর মীর হাজিরবাগে ট্রাকের চাকায় পিস্ট হয়ে তিন নারী পথচারী নিহত হওয়ার ঘটনায় চালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চালকের নাম সেকান্দার সরদার (৫০)। গত রোববার রাতে শরীয়তপুরের নরিয়া থানার জোববাটা গ্রামে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রোর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ জানান, ২০১৬ সালের ১৮ ডিসেম্বর রাত ১০ টার দিকে মীর হাজিরবাগের পশ্চিম ধোলাইপাড় হাইস্কুল গলিতে দ্রæত গতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুমনা বেগম (২১), ফারজানা আক্তার (১৫) ও আছিয়া বেগম (২৩) নিহত হন। ওই ঘটনায় ঘাতক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। ঘটনার পর নিহত সুমনা বেগমের স্বামী রাসেল হাওলাদার বাদী হয়ে শ্যামপুর থানায় মামলা করেন। মামলাটি পুলিশ তদন্ত করে ঘাতক ট্রাকটি আটক করলেও অজ্ঞাতনামা ট্রাক চালককে গ্রেফতার অথবা সনাক্ত করা সম্ভব না হওয়ায় চুড়ান্ত রিপোর্ট দেয়।
পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে পিবিআই মামলাটি পুন:তদন্ত করে ট্রাক চালক সেকান্দার সরদারকে গ্রেফতার করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ