Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজস্ব আদায়ে গতিশীলতা আনা হবে -চসিক মেয়র নাছির

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন রাজস্ব আদায়ে গতিশীলতা আনা হবে উল্লেখ করে বলেছেন, নগরীর প্রতিটি মার্কেট ও অলিগলিতে স্থাপিত দোকান অফিসের ট্রেড লাইসেন্স যাচাই-বাছাই, কর্পোরেশনের নালার উপর স্থাপিত ¯ø্যাব অনুমোদিত কিনা তাও যাচাই করা হবে। এ লক্ষ্যে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন মেয়র। গতকাল (সোমবার) চসিকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত তিনটি স্থায়ী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ নির্দেশ দেন। অর্থ ও সংস্থাপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন ষ্ট্যান্ডিং কমিটির তিনটি সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলর শফিউল আলম, মোঃ আবুল হাশেম ও গোলাম মোহাম্মদ জোবায়ের।
সভায় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, কর্পোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিধি বিধান অনুযায়ী অস্থায়ী কর্মচারীদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ার পর এককালীন ২ লাখ টাকা প্রদান এবং বিধি-বিধান অনুসারে যোগ্যতা থাকা সাপেক্ষে অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পোষ্যদের চাকুরী প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিটি কর্পোরেশন পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল সমূহের ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি, বার্ষিক বিবিধ ফি এবং মাসিক বেতন বৃদ্ধি, আয়বর্ধক প্রকল্প গ্রহণ, ওয়ার্ড পর্যায়ে কর্পোরেশনের পরিত্যক্ত জায়গায় উদ্যান স্থাপন ও দুর্যোগপূর্ব প্রস্তুতি গ্রহণ ও প্রতিকারের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সৌজন্য সাক্ষাত
মেয়র আ জ ম নাছির উদ্দীন সাথে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নবনির্বাচিত সভাপতি এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী গতকাল নগর ভবনে মেয়র দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতে মেয়র নব নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান। তিনি বলেন, আইন পেশা সম্মানিত ও মহৎ পেশা। আইনজীবীগণ সমাজের সচেতন ও অগ্রসর প্রতিনিধি। নবনির্বচিত কমিটি দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনসহ কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ