বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার: মায়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রিত মুসলিম রোহিঙ্গাদের পরিকল্পিত ভাবে খ্রীষ্টান বানানোর ষড়যন্ত্র রুখতে হবে। নিরাপত্তা ও অধিকার নিশ্চিয়তা দিয়েই রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নিতে হবে। ত্রাণ বিতরণের নামে মুসলিম রোহিঙ্গাদের খ্রীষ্টান ধর্মে ধর্মান্তরিত করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ ব্যাপারে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সম্প্রতি ময়মনসিংহস্থ গাঙ্গীনারপাড়ে ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনের নেতৃবৃন্দ একথা বলেন। সম্মেলনে কুরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী ক্বারী আবু সালেহ মুসা ও হাফেজ আব্দুল আখের । সম্মেলনে গাঙ্গিনারপাড় বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার মজলিশে শূরার সভাপতি হযরত মাওলানা হাফেজ আব্দুর রাহমান হাফেজ্জী হুজুর, ময়মনসিংহ পৌরসভার মেয়র মোঃ ইকরামুল হক টুটু, মাসকান্দা মিফতাহুল উলূম মাদরাসার শাইখুল হাদিস মুফতি আহমাদ আলী, জামেয়া রাহমানিয়া মুহাম্মাদপুরের শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক, উত্তরা বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা শেখ আবুল কালাম আজাদ আযহারী, উত্তেফাকুল উলামার মজলিশে আমেলার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মোমেনশাহী বড় মসজিদের খতিব মাওলানা হাফেজ আব্দুল হক ও হাফেজ মাওলানা শেখ ফিরোজ আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।