Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকুন্দিয়ায় সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচির অবহিতকরণ সভা

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতাঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি (শিখন রুরাল মডেল) কার্যক্রমের এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সেইভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আকবর আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আরডিআরএস বাংলাদেশ প্রকল্পের সমন্বয়কারি এমএ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন, আরডিআরএস বাংলাদেশ পাকুন্দিয়া উপজেলা সমন্বয়কারি সাজিদুল ইসলাম, উপজেলা এডুকেশন অফিসার আনিছুর রহমান, আবদুর রহিম প্রমুখ।
জানা যায়, সেইভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ ঝড়েপড়া ৮-১৫ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ সব শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে খাতা, কলম, পেনসিল, বইসহ সকল শিক্ষা উপকরণ দিয়ে তাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ