Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাউনিয়া দরবার শরীফ পরিচালনা কমিটি গঠন

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ লালপুরের সুফি পীর হযরত মাওলানা খাজা মোহাম্মদ মহিউদ্দিন (রাহ.) এর প্রতিষ্ঠিত ঢাকা জেলার তুরাগ থানাধীন বাউনিয়া দরবার শরীফ মসজিদ ও মাজারের (ওয়াকফ এস্টেট) পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয় গঠিত কমিটির অনুমোদন প্রদান করেছেন।
মোঃ মাসুদুর রহমানকে মোতাওয়াল্লী বা সভাপতি, পীরজাদা শাহ মোঃ জিয়াউদ্দিনকে গদিনিশীন বা সেক্রেটারী ও গোলাম নবী বাদলকে কোষাধক্ষ্য করে গঠিত ৭ সদস্য বিশিষ্ট বাউনিয়া দরবার শরীফ মসজিদ ও মাজার পরিচালনা অন্যান্য সদস্যরা হলেন ম.প.স তাবরীজ সরকার, মমতাজ বেগম, মোঃ শওকত আলী ও মাওলানা আব্দুল হামিদ খাদেম।
রোববার নবগঠিত কমিটির সভাপতি মাসুদুর রহমান জানান, বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয়ের সহকারী প্রশাসক নাসির-উদ- দৌলা স্বাক্ষরিত চিঠিতে আগামী ২ বছরের জন্য এ পরিচালনা কমিটির অনমোদন দেয়া হয়েছে। সে অনুযায়ী এ কমিটি আগামী ১৪,১৫ ও ১৬ ফেব্রæয়ারি এই দরবার শরীফ এর ৬৬তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠানের যাবতীয় কার্য সম্পাদন করবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ