রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ লালপুরের সুফি পীর হযরত মাওলানা খাজা মোহাম্মদ মহিউদ্দিন (রাহ.) এর প্রতিষ্ঠিত ঢাকা জেলার তুরাগ থানাধীন বাউনিয়া দরবার শরীফ মসজিদ ও মাজারের (ওয়াকফ এস্টেট) পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয় গঠিত কমিটির অনুমোদন প্রদান করেছেন।
মোঃ মাসুদুর রহমানকে মোতাওয়াল্লী বা সভাপতি, পীরজাদা শাহ মোঃ জিয়াউদ্দিনকে গদিনিশীন বা সেক্রেটারী ও গোলাম নবী বাদলকে কোষাধক্ষ্য করে গঠিত ৭ সদস্য বিশিষ্ট বাউনিয়া দরবার শরীফ মসজিদ ও মাজার পরিচালনা অন্যান্য সদস্যরা হলেন ম.প.স তাবরীজ সরকার, মমতাজ বেগম, মোঃ শওকত আলী ও মাওলানা আব্দুল হামিদ খাদেম।
রোববার নবগঠিত কমিটির সভাপতি মাসুদুর রহমান জানান, বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয়ের সহকারী প্রশাসক নাসির-উদ- দৌলা স্বাক্ষরিত চিঠিতে আগামী ২ বছরের জন্য এ পরিচালনা কমিটির অনমোদন দেয়া হয়েছে। সে অনুযায়ী এ কমিটি আগামী ১৪,১৫ ও ১৬ ফেব্রæয়ারি এই দরবার শরীফ এর ৬৬তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠানের যাবতীয় কার্য সম্পাদন করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।