Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ার শ্রেষ্ঠ নাট্যপরিচালকের অ্যাওয়ার্ড পেলেন এইচ আর অনিক

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ভারতের অল ইন্ডিয়া কালচারাল এসোসিয়েশন কর্তৃপক্ষ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ নাট্য পরিচালকের অ্যওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশের তরুণ নাট্যকার, নির্দেশক ও অভিনেতা এইচ আর অনিককে। বেস্ট ড্রামা ডিরেক্টর ইন এশিয়া নামের এ অ্যাওয়ার্ড তুলে দেন দিল্লীর মেয়র ড. উমেশ গৌতম, সেন্ট্রাল মিনিস্টার সানতোশ গ্যাংওয়ার, ক্যাবিনেট মিনিস্টার রাজেশ আগারওয়াল ও ধারাম পাল সিং। অল ইন্ডিয়া কালচারাল এসোসিয়েশন এর আমন্ত্রণে ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে চন্দ্রকলা থিয়েটার এর দুটি নাটক পরম্পরা ও তামাশা নিয়ে সম্প্রতি ভারতের দিল্লীতে সফর করে। চন্দ্রকলা থিয়েটার (বাংলাদেশ) ছাড়াও ইরান, ¯েøাভাকিয়া, শ্রীলংকা, ভারত ও ইংল্যান্ড নাট্যেৎসবে অংশগ্রহণ করে। সেখানে চন্দ্রকলা থিয়েটার এর জনপ্রিয় মৌলিক হাসির নাটক তামাশা ছাড়াও নতুন নাটক পরম্পরা মঞ্চায়ন করা হয়। নাটক দুটিরই রচনা ও নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। চন্দ্রকলা থিয়েটার মোট ৮ বার অল ইন্ডিয়া কালচারাল এসোসিয়েশন এর আমন্ত্রণে ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল অংশগ্রহণ করেছে। উল্লেখ্য, অল ইন্ডিয়া কালচারাল এসোসিয়েশন ২০১৬ তে কালচারাল এম্বাসেডর ঘোষনা এবং ২০১৭তে আজীবন সম্মাননা প্রদান করেন এইচ আর অনিককে। এইচ আর অনিক বলেন, অল ইন্ডিয়া কালচারাল এসোসিয়েশন কর্তৃপক্ষ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ নাট্য পরিচালকের অওয়ার্ড প্রদানের বিষয়টি শুধু আমার জন্য খুব গর্ব ও আনন্দের নয়, এটা দেশেরও অর্জন। প্রত্যেকটি স্বীকৃতি আমার কাজের গতিকে আরো বেগবান করতে সাহায্যে করে এবং আমার কাজের প্রতি দায়বদ্ধতাকেও বাড়িয়ে দেয়। ভবিষ্যতেও আমি এ সম্মান ধরে রাখতে চেষ্টা করে যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ