Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাড়াশে শীত বস্ত্র বিতরণ

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা: তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্রীদের নিজস্ব অর্থায়নে দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার কলেজ চত্বরে ১৫০ জন দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জাফর ইকবালের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবৃদ মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মাধাইনগড় ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জা, উপাধ্যক্ষ শাহাদৎ হোসেন, সহকারী অধ্যপক শফিউল হক বাবলু, ফজলুর রহমান, প্রভাশক এনামুল হক পিন্টু, সাব্বির আহম্মেদ প্রমুখ।

আশাশুনিতে প্রশিক্ষাণার্থীদের ভাতা বিতরণ
আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা: আশাশুনিতে দর্জি প্রশিক্ষাণার্থীদের মাঝে ভাতার টাকা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ টাকা বিতরণ করা হয়। রাজস্ব তহবিলের আওতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর দুস্থ, এতিম, স্বামী পরিত্যাক্তা ও বিধবা ৩০ জন মহিলাকে নিয়ে ৩ মাসের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রথম মাসের প্রশিক্ষণ ভাতা বাবদ এই টাকা বিতরণ করা হয়। উপস্থিতি ও কার্য দিবস অনুযায়ী প্রত্যেককে ১০৮০ টাকা থেকে ১৩৮০ টাকা করে মোট ৩৮ হাজার ৪৬০ টাকা প্রদান করা হয়। টাকা প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ