Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

নড়াইলে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বাড়িঘর ভাঙচুর-গুলিবর্ষণ

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


নড়াইল জেলা সংবাদদাতা: নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুপক্ষের অন্তত সাতটি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১৪ রাউন্ড ফাঁকাগুলি ছোঁড়ে। শনিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসীসূত্রে গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমাদা গ্রামের আবুল কাশেম খান এবং আলী আহম্মেদ খানের সমর্থকদের মধ্যে দ্বন্দ-সংঘাত চলে আসছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যায় দেশিয় অস্ত্র নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দু’পক্ষ প্রতিপক্ষের অন্তত সাতটি বাড়িঘর ভাংচুর শুরু করে।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের ১৪ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে’।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ