Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে হবে -মেয়র নাছির

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নগরীকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে হবে। জনপ্রতিনিধিদের এ দায়িত্ব নিতে হবে। এ লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমানের আহŸানের মত ঘরে ঘরে প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে। গতকাল (শনিবার) নগরীর মোহরা ৫নং ওয়ার্ড কার্যালয়স্থ অডিটরিয়ামে সিটি কর্পোরেশন ওয়ার্ডভিত্তিক আয়োজিত সর্বস্তরের নাগরিকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ লক্ষ্যে পিতা-মাতা, আত্মীয়-স্বজন, শিক্ষক, পুরোহিত, ইমাম, খতিব সকলকে দায়িত্ব নিতে হবে উল্লেখ করে মেয়র নাছির বলেন, প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত কমিটি গঠন করা হবে। সমাবেশে সভাপতিত্ব করেন ৫নং মোহরা ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজম। এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, আইন-শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এইচ এম সোহেল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খান, যুগ্ম জেলা জজ মিসেস জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান প্রমুখ।
এদিকে ৮নং শুলকবহর ওয়ার্ডে আল ফালাহ হাউজিং সোসাইটিতে ৩ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত সড়ক ও নালা নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, তার মেয়াদের মধ্যে চট্টগ্রামকে উন্নত ও আধুনিক বাসপোযোগী নগরী হিসাবে গড়ে তোলা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ