Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোগান্তিতে সাধারণ মানুষ

ফুলবাড়ীতে তিলাই খাল সøুইস গেটের সংযোগ ব্রিজটি চলাচলে অনুপযোগী

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


মোঃ আবু শহীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের ফুলবাড়ীতে তিলাই খালের উপর ¯øুইস গেটের নির্মাণ কাজ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে পড়েছেন দশ গ্রামের মানুষ। উপজেলার শিবনগর ইউনিয়নের প্রায় ৬৬৩ হেক্টর জমিতে সারা বছর সেচ সুবিধার জন্য ¯øুইস গেটের মাধ্যমে বর্ষা মৌসুমের পানি ধরে রেখে শুকনো মৌসুমে ব্যবহারের ব্যবস্থা করা হলেও ¯øুইস গেটের সাথে সংযোগ ব্রিজটি এখনো চলাচলের অনুপযোগী হওয়ায় ভোগান্তিতে পড়েছে ঐ এলাকার ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষ।
তথ্যসূত্রে জানা যায়,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে প্রায় দুই কোটি ৫৭ লাখ টাকা ব্যায়ে ক্ষুদ্র পানি সেচ প্রকল্পের আওতায় সরকার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে কৃষকদের সেচ সুবিধার জন্য একটি ¯øুইস গেট নির্মাণ করেন। পাশাপাশি ¯øুইস গেট থেকে উত্তর দিকে প্রায় ৪৪ লাখ টাকা ব্যায়ে ১০ কিলোমিটার দীর্ঘ একটি খাল খননও করা হয়। যাতে করে সারা বছর ওই খালে পানি ধরে রেখে এলাকার কৃষকরা সেচ সুবিধা পায়। সেই সাথে ¯øুইস গেটের সাথে একটি সেতু নির্মাণ করা হলেও সেতুটি’র সাথে রাস্তার কোন সংযোগ না থাকায় ওই সেতুটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে ওই এলাকায় কৃষক,দিনমজুর, ছাত্র-ছাত্রীসহ দশ গ্রামের মানুষ ।
গত ২১ মার্চ ২০১৬ তারিখে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার(এমপি) ¯øুইস গেটের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর থেকে শিবনগর ইউনিয়ন ও আশপাশের এলাকার শত শত একর জমিতে খালের পানি ব্যবহার করে ফসল উৎপাদন করছে কৃষক। তিলাই খাল পানি ব্যবস্থাপনার জন্য ৪২০ সদস্য বিশিষ্ট একটি সমবায় সমিতি রয়েছে তারাই এটি তদারকী করেন বলে জানা যায়।
সরেজমিনে দেখা যায়,তিলাই খালের উপর নির্মিত ব্রিজটির সাথে পাশ্ববর্তী গ্রামের যাতায়াতের রাস্তাটির সংযোগ না থাকায় ওই এলাকা থেকে স্কুল-গামী শিক্ষার্থীরা অনেক কষ্টে স্কুলে আসছে, সেই সাথে কৃষকের উৎপাদিত ফসল বাজারজাত করণেও ভোগান্তির শিকার হচ্ছেন কৃষক।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান, ¯øুইস গেইটটির এ অবস্থা তিনি সরেজমিনে গিয়ে দেখেছেন। বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে ব্যবস্থা নেবেন।
অপরদিকে উপজেলা (এলজিইডি) প্রকৌশলী শহিদুজ্জামান জানান, ¯øুইস গেটটি’র পুর্ব পাড়ে মাটি দেয়া ছিল কিন্তু গত বছর বন্যায় মাটি ধুয়ে খাল হয়ে গেছে। বরাদ্দের জন্য চাহিদা পাঠানো হয়েছে আগামী জুন মাস নাগাদ বরাদ্দ এলেই কাজটি সম্পর্ণ করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ