Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউএনওর গাড়িসহ পরীক্ষা কেন্দ্রে ব্যাপক ভাঙচুর

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল প্রতিরোধ করায় বহিরাগতরাসহ বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে কেন্দ্রে তান্ডব চালিয়ে ইউএনওকে দেড়ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এসময় ইউএনও’র গাড়ি, শিক্ষকদের মোটর সাইকেল, সিসি ক্যামেরা, দেড়শ ফিট বিদ্যালয়ের নিরাপত্তা দেয়ালসহ দরজা-জানালা ও চেয়ার-টেবিল ভাংচুর করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের রোশানল থেকে বাঁচাতে শিক্ষকগণ ইউএনওকে দোতলায় নিরাপদ স্থানে সড়িয়ে নেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় এক পুলিশ সদস্যসহ ১০/১২ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করেন, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্য কোন কেন্দ্রে না গিয়ে শুধুমাত্র যাদুরচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কর্তব্য পালন করেন। এসময় কোন কারণ ছাড়াই পরীক্ষার্থীদের নানাভাবে হয়রানী করায় সবাই বিক্ষুব্ধ হয়। ফলে এ ঘটনা ঘটেছে।
যাদুরচর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মইনুল হক জানান, শনিবার অংক বিষয়ের উপর পরীক্ষা চলছিল। মোট ১ হাজার ১৪৫জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৭জন অংশ নেয়। শিক্ষার্থীরা ছিল রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়সহ অপর ৭টি বিদ্যালয়ের।
ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারীর ইউএনও দীপংকর রায় জানান, পরীক্ষা শুরু হওয়ার দশ মিনিট পর আমি কেন্দ্রে উপস্থিত হই। পরীক্ষা শেষে বাচ্চারা মূলত হট্টগোল করে। এসময় তারা আমার গাড়ি, শিক্ষকদের ১৩টি মোটর সাইকেলসহ বিদ্যালয়ে লাগানো ১৫টি সিসি ক্যামেরা ভাংচুর করে। ভেঙে ফেলা হয় দেড়শ ফিট বিদ্যালয়ের নিরাপত্তা দেয়াল, পরীক্ষা কেন্দ্রের দরজা জানালা। তাদের তান্ডবে স্থানীয়রাও অংশনেয়।
রৌমারী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সার্কেল এ এসপি সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনার পর পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এসব ভিডিও দেখে প্রকৃত অপরাধিদের চিহ্নিত করা হবে। এছাড়া তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ