বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন হাওরবাসীর প্রধান সমস্যা হলো হাওরের ফসল রক্ষা । হাওর বাসীর ফসল রক্ষার লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ প্রকল্প গ্রহন করা হচ্ছে। তাই হাওরের বাধের কাজে টাকার কোন অভাব হবে না। সবাই মিলে হাওরে বাঁধের কাজ করতে হবে।ইতোমধ্যে হাওরে বাধের কাজ শুরু হয়েছে। ৩ টি খালও আংশিক খনন হচ্ছে। পর্যায়ক্রমে হাওরের ফসল রক্ষার জন্য যা যা করা দরকার তাই করা হবে। তিনি বলেন পাগনার হাওরের জলাব্দতা নিরসনের জন্য কানাইখালী খাল খনন করা হবে। মন্ত্রী বলেন প্রধান মন্ত্রীর নির্দেশ রয়েছে গতবারের মত এবার যেন বাঁধের কারনে হাওরবাসী তাদের ফসল না হারায়। মন্ত্রী গতকাল শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলার ভান্ডা হাওর পাড়ে কৃষক সমাবেশে এ কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাশিমের সভাপতিত্বে এবং জিতেন্দ্র তালুকদার পিন্টর পরিচালনায় কৃষক সমাবশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, ভিমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্দু তালুকদার প্রমুখ। পরে মন্ত্রী জামালগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে হাওর অঞ্চলের বাঁদ নির্মান ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের পাউবো আওতাধীন বাঁধ নির্মাণ প্রকল্পের অগ্রগতি সংক্রান্ত অলোচনা সভায় যোগ দেন।আলোচনা সভায় বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান,জেলা প্রশাসক মো:সাবিরুল ইসলাম,হাওর বাচাও,সুনামগঞ্জ বাচাও আন্দোলনের সভাপতি বজলুল মজিদ খসরু, রেজাউল করীম শামিম, নবী হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।