Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্লোজআপের পক্ষ থেকে অশ্লীলতা সহ্য করা হবে না -ইশা ছাত্র আন্দোলন

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার: সম্প্রতি বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইউনিলিভার কোম্পানীর পণ্য ক্লোজআপের পৃষ্ঠপোষকতায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কাপলদের ফ্রি রিকসা ভ্রমণের আয়োজন করেছে বলে আমরা জেনেছি। এর মাধ্যমে মুসলিম অধ্যুষিত দেশে অশ্লীলতা এবং যৌনতাকে ছড়িয়ে দেয়ার এক ষড়যন্ত্র চলছে। আবহমান বাংলার চর্চিত সংস্কৃতিকে কলুষিত করার এই সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছে। ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তীব্র বিরোধীতায় কর্তৃপক্ষ ক্লোজআপের এই অপতৎপরতা বাতিল ঘোষণা করে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকেও সিদ্ধান্ত নেয়ার জন্য উদাত্ত আহŸান জানাচ্ছি। অন্যথায় ইস্টইন্ডিয়া কোম্পানির মতো ইউনিলিভারকেও প্রতিহত করা হবে।গতকাল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি, সহ-সভাপতি এবং সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে যৌথ বিবৃতির মাধ্যমে এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মুসলিম অধ্যুষিত দেশে মুসলমানদের তাহজিব তামাদ্দুন এর বিপরিত অশ্লীলতা কখনোই মেনে নেয়া হবে না। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। তা না হলে দেশের সচেতন ছাত্র-জনতাকে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ