Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ার আবু তাহের মেম্বার স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : ছাগলনাইয়ার চম্পকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চম্পকনগর ইউনাইটেড ক্লাবের উদ্যোগে মরহুম গত শুক্রবার বিকেলে আবু তাহের মেম্বার স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৭ এর পুরষ্কার বিতরণ করা হয়েছে। চম্পকনগর ইউনাইটেড ক্লাবের সভাপতি মাষ্টার আবদুল মান্নানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোতায়ের হোসেন, সাংগঠনিক ইমাম হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শুভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সেলিম, মরহুম আবু তাহের মেম্বার স্মৃতি বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক ও শুভপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মঞ্জু, তার ভাই হাবিবুর রহমান সুমন, সাইদুর রহমান সবুজ, মজিবুর রহমান মিলন, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ইলিয়াছ হোসেন সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, ইউপি সদস্য মাষ্টার আবুল কালাম, আবুল বশর, ফজলুর রহমান সজিব, আনোয়ার হোসেন পলাশ, ছাত্রলীগ নেতা ইমন, আনোয়ার, পারভেজ, আইয়ুব, চম্পকনগর ইউনাইটেড ক্লাবের যুগ্ম সম্পাদক জাফর আহাম্মদ, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন মামুন, দপ্তর সম্পাদক নেজাম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আলাউদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল হাসেম। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ১০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ