পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাধারণ কয়েদিদের মতো রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর সেখানে তাকে ডিভিশন দেওয়া হয়নি। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বিদেশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে ব্রিফিংয়ের সময় তিনি এই অভিযোগ করেন।
ব্রিফিংয়ে উপস্থিত বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের আইনি দিক ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। এসময় মির্জা ফখরুল বলেন, কিছুক্ষণ আগেই ম্যাডামের (খালেদা জিয়া) কাছ থেকে বার্তা পেয়েছি। তিনি জানিয়েছেন, কারাগারে তাকে ডিভিশনের কোনও সুবিধাই দেওয়া হয়নি। সাধারণ কয়েদিদের মতো রাখা হয়েছে তাকে।
তিনবারের প্রধানমন্ত্রী ও দেশের অন্যতম বড় একটি রাজনৈতিক দলের প্রধানকে এভাবে কারাগারে সাধারণ কয়েদিদের মতো রাখায় ক্ষোভ জানান মির্জা ফখরুল।
ব্রিফিংয়ে বিএনপি নেতারা বলেন, আগামী নির্বাচন থেকে বিএনপি ও খালেদা জিয়াকে দূরে রাখতেই এই রায় দেওয়া হয়েছে। তবে কোনোভাবেই নির্বাচন থেকে বিএনপি ও খালেদা জিয়াকে দূরে রাখা যাবে না বলেও জানান তারা।
এই রায়কে ঘিরে সারাদেশে বিএনপির সাড়ে ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।