Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নুরুজ্জামান

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : মাধ্যমিক পর্যায়ে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন গফরগাঁও উপজেলার খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. নুরুজ্জামান। গত বছরও তিনি বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে তাকে ২০১৮ সালের ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত করে। এর আগে তিনি গফরগাঁও উপজেলা ও ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। ২০১৭ সালেও ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। এছাড়াও একাধারে তিনবার ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ শিক্ষক এবং পাঁচবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন নুরুজ্জামান। ২০০৮ সালে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন তাকে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করে। গুণী এ শিক্ষক ২০০৫ সালে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা শুরু করেন। সরকারি আলিয়া মাদরাসা, ঢাকা থেকে কামিল (হাদিস) কৃতিত্বের সাথে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএ (সম্মান), এমএ এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ময়মনসিংহ থেকে বিএড ডিগ্রি অর্জন করেন তিনি। দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় নিয়মিত লেখালেখি করে আসছেন নুরুজ্জামান। নিয়মিত ডিজিটাল কন্টেন্ট তৈরি ও শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণী কার্যক্রম পরিচালনা করেন তিনি। উপজেলা আইসিটি ট্রেনিং ও রিসোর্স সেন্টারের একজন আইসিটি প্রশিক্ষক ও গফরগাঁও উপজেলা আইসিটি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। কারিকুলাম বিস্তরণ ২০১২ এর মাস্টার ট্রেইনারের দায়িত্বও পালন করেন তিনি। মো. নূরুজ্জামান ১৯৮২ সালে গফরগাঁও উপজেলার বাসুটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মুক্তিযোদ্ধা মো. আবদুছ ছালাম অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা। মাতা নূরজাহান বেগম গৃহিণী।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ