বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : রাজধানীর গ্রিনরোডের গ্রিন ভেইল রেস্টুরেন্টের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ ২ঘন্টা চেষ্টায় পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আসে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরআগে রাত দেড়টায় আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ। ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মামুন আল মাহতাব বলেন, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, দোতলার গ্রিন ভেইল রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরো বলেন, রেস্টুরেন্টের ওপরের চারটি ফ্লোরে আবাসিক হোটেল আল ফাহাদ রয়েছে। সেখানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীরা ছিলেন। তাদের নিরাপদে বের করে আনা হয়। এছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।