বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা, কক্সবাজার ব্যুরো : হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সৌদিআরবের রিয়াদ সফরকালে এক সংবর্ধনা এবং ওলামা ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়। রিয়াদের বাঙ্গালী কমিউনিটিতে গতকাল জুমাবার অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা হোসাইন হাবিবুর রহমান।
সৌদিআরব রিয়াদ শাখা হেফাজতে ইসলাম আয়োজিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন, রিয়াদ শাখার সেক্রেটারি মাওলানা আবদুস সালাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান নকীব, মাওলানা সুহাইলুল্লাহ ফুজাইল, মাওলানা আবু সাঈদ, মাওলানা ওসমান, মাওলানা আবুল হোসেন, মাওলানা জুবাইর, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা সিরাজসহ রিয়াদ শাখার নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে মাওলানা হেলাল উদ্দিন জমিরুদ্দীনকে সভাপতি, মাওলানা আবদুস সালাম পাটোয়ারীকে সাধারণ সম্পাদক, মাওলানা ইমরান নকীবকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা জামানকে অর্থসম্পাদক এবং মাওলানা লোকমানকে প্রচার সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট হেফাজত ইসলাম রিয়াদ শাখার কমিটি নবায়ন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, বাংলাদেশে মুসলমানদের ধর্মবিশ্বাস, মূল্যবোধ এবং নীতি-নৈতিকতাকে মুছে ফেলার মাধ্যেমে দেশকে ধর্মহীন ও নাস্তিকতার দিকে ঠেলে দেয়ার চক্রান্ত চলছে।
তিনি বলেন, শিক্ষা আধুনিক করার নামে কুরআনের শিক্ষা থেকে মুসলিম সন্তানদের দূরে রাখার চক্রান্ত করা হচ্ছে। শিক্ষানীতি ধর্মহীন করা হচ্ছে। ফরজ আমল জিহাদকে পাঠ্যবই থেকে বাদ দিয়ে উপনৈবেশিক সনাতনী আচার, অর্চনা, উৎসব ও উদযাপনকে সংস্কৃতি চর্চার নামে পাঠ্যবইয়ে স্থান দেয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীরা নাস্তিকতার পথে হাঁটছে। এমন চক্রান্ত কখনো বরদাশত করা হবে না। তিনি আরো বলেন, কুরআনি শিক্ষা বাদ দিয়ে ধর্মহীন, নৈতিকতাহীন শিক্ষাব্যবস্থার ফলে প্রশ্নপত্র ফাঁস রোধ করা যাচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সন্ত্রাস খুনের মতো ঘৃণিত অপকর্ম বৃদ্ধি পাচ্ছে। দেশে ঘুষ ও দুর্নীতির সয়লাব চলছে। আজিজুল হক ইসলামাবাদী বলেন, হেফাজত দ্বীনের জন্য রক্ত ঝরানো বৃহত্তম অরাজনৈতিক সংগঠন। রাসুস সা. এর মর্যাদা রক্ষায় শাপলা চত্বরে শাহাদাতের নজরানা পেশ করেছে। হেফাজত রাষ্ট্রীয় জুলুমের স্বীকার। নাস্তিক্যবাদী গোষ্ঠী ও তাদের দোসরদের ষড়যন্ত্র বন্ধ না হলে প্রয়োজনে ওলামায়ে কেরাম আরো ব্যাপক আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।